তানজিল রিমন:আগামী বছরের ১৯ থেকে ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ৬ষ্ঠ বারের মতো এই উৎসবের আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকেছে শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা। ১৮ বছর বয়সের নিচে যে কোনো শিশু এ প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দিতে পারবে। প্রদর্শনের জন্য শিশুতোষ ছবি জমা দিতে পারবেন বড়রাও।
ছবিগুলো জমা দিতে হবে ডিভিডি ফরম্যাটে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চিলড্রেনস ফিল্ম সোসাইটি, ২০/এ সেন্ট্রাল রোড (দোতলা), ঢাকা-এই ঠিকানায় চলচ্চিত্রের কপি পাঠাতে হবে।
আরও তথ্য জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে ভিজিট করো www.cfs-bangladesh.com



Posted in:

2 comments:
পোস্ট-টা অনেক ভাল লাগল। ধন্যবাদ...
ভাল লাগল।
একটি মন্তব্য পোস্ট করুন