সুন্দর হোক হাতের লেখা

Print Friendly and PDF

Nabo Prottoyকাকের ঠ্যাং, বকের ঠ্যাং‘-হাতের লেখা নিয়ে প্রায়ই 
এমন মন্তব্য শোনা যায়।
অনেকে মনে করেন, কম্পিউটারের এই যুগে হাতের লেখা ভালো না হলে কী
আসে যায়। কিন্তু ঝকঝকে, সুন্দর হাতের লেখার কদর সব সময়ই আছে।
আর এ জন্য বাড়ি থেকেই চর্চা শুরু হওয়া উচিত। যেদিন শিশুর হাতে খড়ি হলো, সেদিন থেকেই নজর দিন তার হাতের লেখার দিকে।
শিল্পী হাসেম খান শিশুদের হাতের লেখা সুন্দর করার সহজ কিছু পরামর্শ দিলেন। ‘শিশুদের সামনে কারও সুন্দর হাতের লেখা তুলে ধরতে হবে, 
সেই লেখা অনুসরণ করে যাতে তারা নিজেদের লেখা সুন্দর করতে পারে।
প্রতিটি বর্ণ যাতে পরিষ্কারভাবে বোঝা যায়, এমনভাবে লিখতে হবে।‘ বলেন তিনি। শিশুদের প্রায়ই তাগাদা দেওয়া হয় দ্রুত লেখার জন্য। হাতের লেখা খারাপ হওয়ার এটি আরেকটি কারন বলে মনে করেন তিনি।ঘড়ি ধরে দ্রুত লেখা অনুশীলন করা যেতে পারে এ ক্ষেত্রে। হাতের লেখা সুন্দর রেখে দ্রুত লেখায় অভ্যস্ত করে তুলতে হবে শিশুদের। প্রথম দিন হয়তো এক পাতা লিখতে অনেক সময় লাগবে। অনুশীলনের মাধ্যমে এরপর সময়টি ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন হাশেম খাঁন।সুন্দর হাতের লেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। বাড়িতে তো বাচ্চকে অনুশীলন করাবেনই। বাইরেও আজকাল হাতের লেখা সুন্দর করানোর নানা কোর্স চালু হয়েছে। শিশুদের হাতেখড়ি হওয়ার পর খাতা-কলমে লেখা কিছুটা আয়ত্বে চলে এলেই হাতের লেখা সুন্দর করার অনুশীলন শুরু করা উচিত। এ জন্য কিছু উপায় বাতলে দিয়েছেন শিশু একাডেমীর সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মেজবাহ উদ্দিন। ‘তারাহুড়ো এবং অমনোযোগিতা বাচ্চাদের হাতের লেখা খারপ হওয়ার অন্যতম কারন। বলপয়েন্ট কলম নয়, বরং বাচ্চাদের উচিত পেনসিল দিয়ে লেখা। মূল পড়ামোনার পাশাপাশি প্রতিদিন একপাতা করে লেখা শেখানো, অনুশীলন করানো উচিত।‘ বলেন তিনি। তার পরামর্শ হলো-
* বাচ্চাদের খাতার পুরো লইন ভরে লেখানো উচিত।
* প্রতিটি বর্ণ যেন সমান হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
* পেনসিলের শিষ থেকে এক ইঞ্চি দূরত্বে পেনসিল ধরতে হবে।
* সঠিক উচ্চতার চেয়ার-টেবিলে বসে লেখা লিখতে হবে। মেরুদণ্ড সোজা করে বসতে হবে।
* প্রাথমিক পর্যায়ে বর্ণগুলো সোজা করে লিখতে হবে।
* তিনকোনা বর্ণগুলো সবচেয়ে সোজা। আগে সে অক্ষরগুলো থেকে লেখা অনুশীলন শুরু করতে পারে। যেমন-ব,ক।
* খাতায় বর্ণে আকারে ফোঁটা দিয়ে দিন। শিশুকে তার উপর হাত ঘুরিয়ে বর্ণ লেখা অনুসরণ করান।
* কোন বর্ণে মাত্রা আছে, কোনটায় অর্ধমাত্রা ইত্যাদি ভালোমতো জেনে সে অনুযায়ী অনুশীলন করান।
সূত্র-প্রথম আলো (নকশা)- ২০১২

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by AbsCreation