জানুয়ারিতে শুরু হচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

Print Friendly and PDF

এনপিএফ ডেস্কঃ
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৩’ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।


প্রতিবারের মতো এবারও উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।

উৎসবের ছবিগুলো দেখা যাবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন, জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল, অলিয়ঁস ফ্রঁসেজ, গোথে ইন্সস্টিটিউট, ইউসেপ মিলনায়তন, ডেফোডিল ইউনিভার্সিটিসহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায়।

রাজধানী ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, খুলনায় একযোগে ছবিগুলো দেখা যাবে। ছবিগুলো প্রদর্শনের সম্ভাব্য সময় সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা।

উৎসবে ১৮ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে ছবিগুলো উপভোগ করতে পারবে। তবে খোঁজ-খবর রেখো কারণ তোমার স্কুল থেকেও দল বেঁধে সবাইকে ছবিগুলো দেখাতে নিয়ে যেতে পারেন শিক্ষকরা। তবে অভিভাবকরাও টিকিট সংগ্রহ করেও ছবি দেখতে পারবেন। উৎসবে ছবি প্রদর্শন করা ছাড়াও থাকছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা।

উৎসবে গিয়ে ছবিগুলো দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করো না। কারণ ছবিগুলোর ডিভিডি কিনে বাসায় দেখা গেলেও এই উৎসব ছাড়া বড় পর্দায় ছবিগুলো দেখার সুযোগ পাবে না। আর বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা।

সূত্রঃ ইচ্ছেঘুড়ি

 
Design by AbsCreation