পড়া আত্মস্থ করার গোপন সূত্র

Print Friendly and PDF

www.naboprottoy.blogspot.com
আশিক স্কুলে পড়ে। বাবার ইচ্ছা সে অনেক বড় ডাক্তার হবে। আশিকও চায় তার বাবার ইচ্ছা পূরণ করতে। কিন্তু আশিকের সমস্যা হচ্ছে সে সহজে পড়া মুখস্থ করতে পারে না। এরকম অনেকেই আছেন যাদের পড়া আত্মস্থ  করতে গলদঘর্ম হতে হয়।

কিন্তু কী এর সমাধান? জানাচ্ছেন- মো: মোজাম্মেল হোসেন
ফ্রেশ হয়ে পড়তে বসা
যখন আপনি পড়ার টেবিলে বসবেন ফ্রেশ হয়ে বসুন। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে কখনো টেবিলে বসা উচিত নয়। কারণ এতে পড়ায় মনোযোগ থাকেনা। ফলে সময় নষ্ট হলেও পড়া আত্মস্থ হয় না।
সময় নির্ধারণ করা
আপনি কোন বিষয় কতক্ষণ সময় ধরে পড়বেন তা নির্ধারণ করুন। কারণ, কোনো কাজ সময়ের মধ্যে সীমাবদ্ধতা রাখলে কাজটি দ্রুত শেষ হয়। অনেকে অনর্গলভাবে পড়তে থাকেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেন না।
পড়ায় মন রাখুন
আপনি যখন পড়া শুরু করবেন তখন আপনার মনোযোগ পড়ার দিকে রাখুন। পড়ার সময় অন্য দিকে মন দেয়া যাবে না। তাছাড়া পড়তে বসে অন্য কোনো কাজ করবেন না। কেউ কেউ পড়ার ফাঁকে ফাঁকে অন্য কাজ করেন। যা কোনোভাবেই বাঞ্ছিত নয়।
বারবার পড়ুন
একটি বিষয় বারবার পড়ুন। বুঝে বুঝে পড়ুন। সবসময় তিনটি জিনিস অর্র্জন করার জন্য চেষ্টা করুন। পড়া, পড়া এবং পড়া। তাহলে  অবশ্যই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আরো কিছু টিপস
- যে বিষয়টা পড়বেন তা বুঝে পড়ার চেষ্টা করুন।
- পড়া কখনো হুবহু মুখস্থ করবেন না
- নেতিবাচক দৃষ্টিভঙ্গী দূর করুন।
- পড়ার রুমটি পরিপাটি রাখুন।
- লিখে রিখে পড়ুন।
- যে বিষয়টি বুঝতে সমস্যা হয় তা মার্ক করে রাখুন। পরবর্তী সময়ে শিক্ষকের সাহায্য নিন।
- শোয়ার পূর্বে পড়াগুলো একবার মনে মনে রিভিশন দিন।
- সবসময় মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন।

2 comments:

Unknown বলেছেন...

অনেক সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

Unknown বলেছেন...

ধন্যবাদ আপনাকে আবিদ রহমান ভাই। ব্লগে আপনার নিয়মিত পদচারণা কামনা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by AbsCreation